স্টাফ রিপোর্টার ॥ ডিবি পুলিশের অভিযানে লাখাই উপজেলার সিংহগ্রামে মহিলাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার বিকালে ডিবির ওসি সফিকুল ইসলামের নির্দেশে একদল পুলিশ সিংহগ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের লাউফ মিয়ার স্ত্রী রোকেয়া বেগম (৩৫) ও মুসলিম মিয়ার পুত্র বুলু মিয়া (৩৮) কে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে উল্লেখিত ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মুল্য ৬০ হাজার টাকা।
এ বিষয়ে ডিবি পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। গতকাল শুক্রবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।