স্টাফ রিপোর্টার ॥ গুনই চৌধুরী বাজারে দোকানে লুটপাটের ঘটনায় জমশেদ মিয়াসহ ১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। দোকান মালিক গুনই গ্রামের সরফরাজ মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, আসামী জমশেদ মিয়ার নেতৃত্বে আসামীরা প্রায়ই বাদীর নিকট চাদা দাবী করে আসছে। গত বিশ্বকাপ খেলা বড় পর্দায় দেখার জন্য বাদীর নিকট ৫ হাজার টাকা চাদা দাবী করে। এতে তিনি চাদা দিতে অসম্মতি জানালে আসামীরা তাকের হুমকী ধমকী দিয়ে আসছে। এদিকে বিশ্বকাপ খেলা দেখার নামে বড় পর্দায় অশ্লীল ছবি প্রদর্শন শুরু করে। বাদী এতে বাধা দেই। এর পর থেকে এরা আমার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। এরা বাদীসহ অন্যান্যদের দ্বারা পরিচালিত সেচ প্রকল্পে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। অন্যাথায় প্রকল্প বন্ধ করে দেবার হুমকী দেয়।
এদিকে গত ৩ আগষ্ট আসামীরা বাজারে নোমান নামে এক ব্যক্তিকে গালমন্দ করে। এক পর্যায়ে সরফরাজ মিয়ার ভূষিমালের দোকানে হামলা চালায়। এ সময় হামলাকারীরা প্রায় ৬৩ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।