নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রি কলেজে কল্যাণকামী ছাত্র সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার সময় কলেজ অডিটোরিয়ামে কলেজের অধক্ষ্য স্বপন কুমার দাশ এর সভাপতিত্বে প্রভাষক নাজমুল হুদার পরিচালআয় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন। বক্তব্য রাখেন, গর্ভণিংবডির সদস্য আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ জেহাদী, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শকদিল হোসেন, রাকিল হোসেন, লন্ডন প্রবাসী গোলাম রছুল রাসেল, ছাত্র কল্যাণ সংগঠনের সভাপতি মিঠু দেব, কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্র কাশেম আলী, জুনেদ আহমেদ, রাজু আহমেদ, কারপো আহমেদ, মিঠুন দেব ও সুকেন্দ্র সূত্র ধর প্রমূখ। পরে কলেজে বৃক্ষ রোপন করা হয়।