প্রেস বিজ্ঞপ্তি ॥ ঢাকাস্থ বাড্ডার তুবা গার্মেন্টেসে অনশনরত শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া মেনে নিয়ে তাদের প্রাপ্য বেতন-ভাতা পরিশোধের আন্দোলনে সংহতি প্রকাশ করে হবিগঞ্জে মিছিল-সমাবেশ করেছে সিপিবি-বাসদ। গতকাল সোমবার বিকালে শহরের বাণিজ্যিক এলাকাস্থ বাসদ কার্যালয়ের সম্মুখ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে বেবিস্ট্যান্ড পয়েন্টে এক পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বাসদ নেতা নূরুল হুদা চৌধুরী শিবলী, কমরেড পীযূষ চক্রবর্তী, কমরেড এডঃ জুনায়েদ আহমেদ, কমরেড হুমায়ূন খান, সিপিবি নেতা মুজিবুর রহমান, শ্রমিক নেতা আব্দুস সালাম, শাহেব আলী, অবিনাশ সরকার, সিদ্দিকী হারুন, সাবেক ছাত্রফ্রন্ট নেতা এআরসি কাউছার, যুব ইউনিয়ন নেতা আব্দুল হাকীম, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি মাহমুদা খাঁ প্রমুখ।