বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ॥ সরকার হারাচ্ছে রাজস্ব শহরে লন টেনিস এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপায়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদেক আটক আজ শহীদ ধ্রুব দিবস ॥ নবীগঞ্জে স্বাধীনতার ৫৪ বছর পরেও বীরসেনানী শহীদ ধ্রুবের কবর সনাক্ত করা যায়নি আজমিরীগঞ্জের শরীফনগর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে নানা অভিযোগ আজমিরীগঞ্জে সেনাবাহিনীর সাথে আইন শৃঙ্খলা সভা সদর হাসপাতাল থেকে মিশুক গাড়ি চুরিকালে চোর আটক চিন্ময় দাসের শাস্তি ও ইসকন নিষিদ্ধের দাবীতে সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল ॥ দাবী না মানলে দুর্বার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে-আল্লামা ওলিপুরী বানিয়াচঙ্গের বিথঙ্গল মাছুয়াটেক সেচ প্রকল্পের সাবেক ম্যানেজারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা

রিচি-সুলতান মামদপুর সংঘর্ষ ও রিচিতে শালিসানের উপর হামলার ঘটনার শালিস সফলে রিচি ইউনিয়নের ১৬টি গ্রামের মুরুব্বীদের পরামর্শ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৪ আগস্ট, ২০১৪
  • ৪৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় কিবরিয়া মিলনায়তনে রিচি ও সুলতান মামদপুর ও রিচি গ্রামে শালিসানের উপর হামলার ঘটনা নিষ্পত্তির লক্ষে শালিস অনুষ্ঠিত হবে। উক্ত শালিস সফল করার লক্ষ্যে গতকাল রবিবার বিকেলে রিচি গ্রামের উদ্যোগে রিচি ঈদগাঁ মাঠে রিচি ইউনিয়নের ১৬টি গ্রামের মুরুব্বীদের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রিচি ইউনিয়ন চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছের সভাপতিত্বে ও রিচি গ্রাম পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বগলাখাল গ্রামের সর্দার আমির হোসেন, সর্দার কালু মিয়া, নোয়াবাদের সর্দার আব্দুল হেকিম, কালনীর সর্দার আছকির মিয়া ও সর্দার আব্দুল মালেক, ছোটবহুলার সর্দার আইয়ূব আলী, সর্দার মজু মিয়া, সর্দার আলকাছ মিয়া ও মেম্বার নুরুল হক, দুর্লভপুরের সর্দার ছন্দু মিয়া, সর্দার মকসুদ আলী, জালালাবাদের সর্দার মন্নর আলী, সর্দার আব্দুল কাইয়ূম ও মেম্বার আব্দুল কাইয়ূম, নোয়াগাওয়ের সর্দার খেলু মিয়া, সর্দার জিলু মিয়া, সর্দার শাহ আলম সিদ্দিকী, সর্দার মোঃ মরতুজ আলী ও সর্দার অলিউর রহমান মেম্বার, নারায়নপুরের এডঃ ক্ষিতিশ চন্দ্র গোপ, নছরতপুরের সর্দার শামছুল হক, তিতখাইয়ের সর্দার মোঃ বারিক মিয়া ও সর্দার মোস্তফা মিয়া, মির্জাপুরের সর্দার মোঃ রফিক মিয়া, সর্দার মোঃ আব্দুল হক মেম্বার, রিচি গ্রামের প্রধান সর্দার আলহাজ্ব মোঃ রইছ মিয়া, রিচি গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আহছান উল্লাহ, আদর্শ রিচি ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব মোঃ আরব আলী, রিচি যুবসংঘের সিনিয়র সহ সভাপতি বরকত আলী। এছাড়াও সভায় প্রতিটি গ্রামের প্রতিটি গোত্রের সর্দাররা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা রিচি গ্রামে শালিসানদের উপর কতিপয় ব্যক্তির হামলার ঘটনার নিন্দা জানান। এবং হামলার ঘটনার সাথে সাথে রিচি গ্রামের মুরুব্বীরা সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক সহ শালিসানদের নিকট ক্ষমা প্রার্থনা করায় এবং পরদিন জেলা প্রশাসকের উপস্থিতিতে পুনরায় ক্ষমা প্রার্থনা করায় রিচি গ্রামের মুরুব্বীদের ধন্যবাদ জানান। সভায় আগামীকাল মঙ্গলবার শালিস সুষ্টু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে আদর্শ রিচি ইউনিয়নবাসী প্রত্যেককে শান্তি শৃংখলা বজায় রাখার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, সদর উপজেলার রিচি ও সুলতান মামদপুর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ও রিচি গ্রামে শালিসানের উপর হামলার ঘটনায় আগামীকাল মঙ্গলবার ৫ আগষ্ট সকাল ১০ টায় কিবরিয়া মিলনায়তনে শালিস বৈঠক অনুষ্টিত হবে। উক্ত শালিস বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন সাবেক সংসদ সদস্য এডভোকেট চৌধুরী আব্দুল হাই, এডঃ আব্দুল মজিদ খান এমপি, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহদি উদ্দিন চৌধুরী। তাদের সাথে রয়েছেন সদর উপজেলা আইন শৃংখলা কমিটির গঠিত ৭ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com