বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বেবিষ্ট্যান্ডে বিদ্যুতের খুঁটিতে আগুন ॥ অল্পের জন্য রক্ষা মাওঃ রইছ উদ্দিন খোকন হত্যার প্রতিবাদে হবিগঞ্জে মশাল মিছিল শহরে পুলিশের অভিযান যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩ দৌলতপুর ইউনিয়ন বিএনপির নেতা সোহাগ চৌধুরীর বিরুদ্ধে নানা অভিযোগ নবীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ॥ মাদকের রমরমা ব্যবসা ॥ অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা নিয়ে উদ্বেগ মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু বজ্রপাত প্রতিরোধী লাইটনিং অ্যারেস্টর নির্মাণের দাবিতে বানিয়াচঙ্গে মানববন্ধন নবীগঞ্জের কানাইপুর ফের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা নবীগঞ্জে ভাড়া নিয়ে সংঘর্ষ মহিলাসহ আহত অর্ধশতাধিক নবীগঞ্জে চাঞ্চল্যকর আবিদুর হত্যা মামলায় গ্রেফতার ৩

নবীগঞ্জে বছর শুরুতে নতুন বই পেলো আইডিয়াল ল্যাবরেটরি হাই স্কুল শিক্ষার্থীরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় নবীগঞ্জে এবার বই উৎসব হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্যে দিয়ে সারা দেশের মতো বই বিতরণ করে আইডিয়াল ল্যাবরোটরী হাই স্কুল। গত রবিবার১ জানুয়ারি বেলা ১২টায় আইডিয়াল ল্যাবরোটরী হাই স্কুলে অভিভাবকদের উপস্থিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। আইডিয়াল ল্যাবরোটরী হাই স্কুলে সভাপতি সলিল বরণ দাশের সভাপতিত্বে ও স্কুলের প্রভাষক মোঃ সুমন আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শেখ সফিকুজ্জামান শিপন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া ও আইডিয়াল উইমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমেদ। এছাড়া শিক্ষকদের মধ্যে আরও বক্তব্য রাখেন কলেজের প্রভাষক বিদ্যুৎ চন্দ্র পাল, দীপ শংকর রায়, রাবেয়া সুলতানা, হেপি পাল, কলেজের প্রভাষক বিদ্যুৎ চন্দ্র পাল, দীপ শংকর রায়, সুষ্মিতা রায়, রাবেয়া সুলতানা, হেপি পাল, স্বর্ণা পুরকায়স্থ ও রুমানা আক্তার প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে জেলা পরিষদ সদস্য শেখ সফিকুজ্জামান শিপন বলেন, শিক্ষার্থীদেরকে সন্তানের মতো মানুষ করতে হবে। এছাড়া আইডিয়াল উইমেন্স কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য জেলা পরিষদ থেকে প্রয়োজনীয় ক্রিড়া সামগ্রী প্রদানের আশ্বাস প্রদান করেন। এদিকে বই উৎসব শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে আনন্দের ছাপ। নতুন বছরের প্রথম দিনে শীতকে উপেক্ষা করে স্কুলগুলোতে উপস্থিত হয় শিক্ষার্থীরা। স্কুলের শিক্ষকরা একে একে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করার করেন। অনুষ্ঠান শেষে কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে নতুন বই এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন নবীগঞ্জ জেলা পরিষদ সদস্য শেখ সফিকুজ্জামান শিপন। এদিকে কলেজ প্রভাষক স্বর্ণা পুরকায়স্থর সরকারী চাকুরী হওয়ায় কলেজের পক্ষ থেকে উনাকে বিদায় উপলক্ষে বিদায়ী সংর্বধনা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com