প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি সকাল ১০টায় শহরের বেবী ট্যান্ড থেকে শুরু করে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেবীট্যান্ড গিয়ে শেষ হয়। পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল। বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ডাঃ শাহ আবুল খায়ের, তৌহিদুর রহমান তৌহিদ, জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক এডঃ শিবলী খায়ের, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম মেম্বার, লাখাই উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নোমান মুল্ল্যা, জাতীয় কৃষক পার্টির সভাপতি গাজী মিছবাহ উদ্দিন, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক তাজ উদ্দিন বাবুল, সদস্য সচিব প্রভাষক লুৎফুর রহমান, জেলা সৈনিক পার্টির সভাপতি তালেব আলী, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মিলাদ হোসেন সুমন, জেলা জাতীয় পার্টিনেতা সুহেল রানা, দিলীপ বর্মন, এম এম হেলাল, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মখলিছ মিয়া, জাপা নেতা রইছ আলী মেম্বার, আসগর আলী, মরম আলী, ফরিদ মিয়া প্রমুখ। র্যালির শেষে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য লায়ন প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় পার্টির জন্ম হয়েছিল। জাতীয় পার্টি যেদিকে যায়, দেশের রাজনীতিও সেদিকে যায়। আগামীতে জাতীয় পার্টির সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমাদের ঐক্যবদ্ধ থেকে দলকে এগিয়ে নিতে হবে।