স্টাফ রিপোর্টার ॥ বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ নাহিজকে সভাপতি ও যমুনা টিভি’র স্টাফ করেসপন্ডেন্ট প্রদীপ দাশ সাগরকে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২৩ সালের নয়া কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি সফিকুল আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ নূর উদ্দিন, দপ্তর ও প্রকাশনা সম্পাদক আব্দুর রউফ সেলিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সল চৌধুরী, সদস্য গোলাম মোস্তফা রফিক, রুহুল হাসান শরীফ, শোয়েব চৌধুরী, সায়েদুজ্জামান জাহির, শাহ ফখরুজ্জামান, নূরুল হক কবির, এসএম সুরুজ আলী, আনিসুজ্জামান রতন, পদাধিকারবলে সদস্য রাসেল চৌধুরী ও রাশেদ আহমদ খান। ১ জানুয়ারি থেকে নয়া কার্যনির্বাহী কমিটি হবিগঞ্জ প্রেসক্লাবের দায়িত্ব পালন করবে।