প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার বাসিন্দা, শহরের মধুবন রেস্টুন্টের স্বত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক মরহুম হাজী মোহাম্মদ মধু মিয়ার ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ রবিবার। তিনি ২০১৯ সালের আজকের দিনে ইন্তেকাল করেন। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। সকালে মরহুমের কবর জিয়ারত, খতমে কোরআন, তাবারুক বিতরণ ও ইছালে ছোয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ রবিবার বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত অনন্তপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, পৌর মেয়র আতাউর রহমান সেলিম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আবু নাসের জিহাদীসহ দেশবরেণ্য উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। এসব কর্মসূচীতে অংশ গ্রহন করার জন্য মরহুমের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশি ও শুভানুধ্যায়ীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের জেষ্ঠ্যপুত্র ব্যকস এর সাধারণ সম্পাদক মোঃ আলমগীর।