স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপির আন্দোলন এখন আর বিএনপির মধ্যে সীমাবদ্ধ নেই। বিএনপির আন্দোলন এখন দেশের নির্যাতিত নিপীড়িত বঞ্চিত মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ তাদের অধিকার চায়, নিজের ভোট নিজে দিতে চায়, জানমালের নিরাপত্তা চায়, আইনের শাসন চায়, সুশাসন চায়। তাই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামীলীগকে আর কোনো পাতানো নির্বাচন করতে পারবে না। দেশের জনগণ তা প্রতিহত করবে। আওয়ামীলীগ যতই চেষ্টা করুক, ২০১৪ সাল আর ২০১৮ সালের নির্বাচন বাংলাদেশে হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। কারণ মানুষ আওয়ামীলীগকে আর এক মুহুর্তের জন্যও ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ আওয়ামীলীগের কবল থেকে মুক্তি চায়। তিনি গতকাল শনিবার বিকালে সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠকে এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিনাভোটের আওয়ামী সরকারের কবল থেকে মুক্তি ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিতে এই সভা অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালাউদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিপন আহমেদ আছকিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য গীরেন্ড চন্দ্র রায়, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক শামছুল ইসলাম মতিন, আজম উদ্দিন, এডভোকেট আফজাল হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, বিএনপি নেতা এস এম মানিক, শেখ মামুন, জয়নাল আবেদিন, জিল্লুর রহমান, আল আমিন, মাহমুদুল হাসান চৌধুরী, সেলিম মিয়া, শাহিন মিয়া, আল আমিন তালুকদার, মোজাক্কির হোসেন ইমন, হাফেজ ওসমান মিয়া, মোমিন মিয়া, হাফিজ খান, আমির আলী, দুদু মিয়া, ফরিদ মিয়া, মর্তুজ আলী, রায়হান উদ্দিন চৌধুরী, এমডি দুলাল, আব্দুল কাইয়ুম সুমন, আজিজুর রহমান, চান মিয়া, মোহাম্মদ আলী, আব্দুল কাইয়ুম, আব্দুল হানান, জমসেদ আলী, আব্দুল আজিজ, তাহির মিয়া, সোহাগ মিয়া, জুনাইদ মিয়া, আনিসুর রহমান, জাকারিয়া, সুকুর মিয়া, কদর আলী, জামাল মিয়া, নুর আলী, শরিফ উদ্দিন, সালা উদ্দিন, এলাছ মিয়া, রুয়েল মিয়া, মজনু মিয়া প্রমুখ।