বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে মহিলা মেম্বারকে লাঞ্ছিত করায় পুরুষ মেম্বার কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ৪ আগস্ট, ২০১৪
  • ৪৫৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারকে লাঞ্ছিত করার অভিযোগে পুরুষ মেম্বার জেল হাজতে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ২নং ওয়ার্ডের মহিলা সদস্য মহিলা সদস্য প্রমিলা রানী সরকার ২২ জুন সকাল ১০টার দিকে বাড়ী থেকে ইউনিয়ন অফিসে যাবার পথে শিমুলঘর কমিউনিটি ক্লিনিকের কাছে একই পরিষদের পুরুষ মেম্বার আব্দুল হক চৌধুরী আটকিয়ে ৪০দিনের কর্মসূচি কাজে তার হিস্যা দাবী করে। এনিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতিহাতি হয়। পরে প্রমিলা রানী সরকার বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে ছাতিয়াইন পুলিশ ফাড়ির আই.সি এস.আই আব্দুল আউয়াল শনিবার রাতে ইউপি সদস্য আব্দুল হক চৌধুরীকে গ্রেফতার করে। গতকাল রোববার সকালে তাকে কোর্টে প্রেরন করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল-হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এ ব্যাপারে ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান খাইরু হোসাইন মনু’র সাথে যোগাযোগ করলে তিনি বলেন-নিজেদের মধ্যে সামান্য ভুল বুঝাবুঝি। তা সমাধান হয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com