মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল গ্রেপ্তার ফিলিস্তিনীদের গণহত্যার প্রতিবাদে জেলা জাপা’র বিক্ষোভ-সমাবেশ যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টির সভায় নবীগঞ্জে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ীবৃন্দের পরামর্শ সভা আজ পহেলা বৈশাখ বিতর্কিত টিকটকার ইব্রাহিম-মুক্তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ ধরতে পুলিশের অভিযান নবীগঞ্জের কাজীগঞ্জবাজার-মার্কুলী সড়কে দুর্ভোগের যেনো শেষ নেই আজমিরীগঞ্জে দুই দলের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত মাধবপুরে থানার ওসি’র জনসচেতনতা উঠান বৈঠক স্টেডিয়ামের অফিস সহায়ক সোহেলের ওপর আবারও হামলা

শায়েস্তাগঞ্জে দুইটি ইউপি নির্বাচন ॥ ব্রাক্ষণডোরায় জজ মিয়া, নুরপুরে বেলাল ইউপি চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ২৮৮ বা পড়া হয়েছে

জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ থেকে ॥ কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে দুটি ইউনিয়নে ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলার ব্রাক্ষণডোরা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হুসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া ও নুরপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়ন পরিষদ ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ চলে। দুটি ইউনিয়নে ২৬ টি পদের বিপরীতে ৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেন। নুরপুর ইউনিয়নে ৩ জন ও ব্রাহ্মণডোরা ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নুরপুর ইউনিয়নে আনারস প্রতীকে ৪৮৩২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসহাক আলী সেবন প্রতীকে পেয়েছেন ৪৪০৪ ভোট। এ ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এম এ হেলাল লাঙ্গল প্রতীকে ৪৩২ ভোট পেয়েছেন।
অপরদিকে ব্রাহ্মনডোরা ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের হুসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া। তিনি পেয়েছেন ৩০২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম রানু মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৪৬০ ভোট।
এছাড়াও এ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন আহমেদ আনারস প্রতীকে ৯৮৬ ভোট, জাহাঙ্গীর মিয়া চৌধুরী চশমা প্রতীকে ১৪৬৮ ভোট, টিপু সুলতান ঘোড়া প্রতীকে ২৫২ ভোট, হুমায়ুন কবির অটোরিকশা প্রতীকে ৩৭৩ ভোট পেয়েছেন। আনুষ্ঠানিকভাবে ফলাফল পেয়ে বিজয়ী প্রার্থীদের সমর্থকগণ উল্লাসে ফেটে পড়েন। মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে শায়েস্তাগঞ্জ উপজেলা শহর সহ ইউনিয়নের গ্রামগুলো। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান নির্বাচনী ফলাফলের বিষয়টির সতত্যা নিশ্চিত করে বলেন, কোনো রকম অপ্রতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের ফলে খুব দ্রুত সময়ের ভিতরেই ফলাফল ঘোষণা করা সম্ভব হয়েছে। এদিকে নুরপুর ইউনিয়নের চাঁদপুর ভোট কেন্দ্রে এবং নুসরাতপুর ভোটকেন্দ্রে কেন্দ্রে ইলেকট্রনিক্স ডিভাইজে সমস্যা দেখা দেয়ার কারণে একটু সময় বেশি লেগেছে। তা না হলে আরও দ্রুত ফলাফল দেয়া সম্ভব হতো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com