মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ১০ কোটি ২ লাখ টাকা ব্যয়ে ৩টি ব্রীজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি ব্রীজগুলোর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ¦ আতিকুর রহমান, উপজেলা প্রকৌশলী শাহ আলম ভূইয়া, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, চেয়ারম্যান মিজানুর রহমান, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী, যুবলীগ সভাপতি মো. ফারুক পাঠান, কাউন্সিলর মোবারক উল্লাহ, সাংবাদিক সাব্বির হাসান, মোঃ মিজানুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলার বরগে ৩ কোটি ৮৬ লক্ষ টাকা, বোয়ালিয়া খালের উপর ৩ কোটি ৮৮ লাখ টাকা, ধর্মঘরের ফতেহপুরে সোনাই নদীর উপর ২ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে নিমার্ণ করা হবে।