প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও হবিগঞ্জের কৃতি সন্তান জালাল আহমেদ বলেছেন, ফটোগ্রাফি বর্তমানে নিছক একটি শখ নয়, এটি পরিবেশ ও জীববৈচিত সম্পর্কে সচেতেনতা সৃষ্টির পাশাপাশি নিজ দেশের ঐতিহ্য-সংস্কৃতির পরিচিতি বর্হিবিস্বে তুলে ধরতে পারে । এছড়া ফটোগ্রাফি বর্তমানে পেশাগত ক্ষেত্রে বেশ সম্ভবনাময়। আজ ‘শখের ছবিয়াল ‘এক বছরে যে সুনাম কুড়িয়েছে, সেটি শুধুমাত্র হবিগঞ্জের গৌরব নয় , সারা দেশের ই গৌরব।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলয়নায়তনে আলোকচিত্র শিল্পীদের সংগঠন ‘শখের ছবিয়াল এর এক বছর পূর্তি উপলক্ষে ঈদ পুনরমিলনি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘শখের ছবিয়াল ‘এর এডমিন ও সমন্বয়কারী ডা এস এস আল – আমিন সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশবিদ্যালয়ের অধ্যাপক ডা কামরুল হাসান তরফদার, বৃন্দাবন সরকারি কলেজ এর অধক্ষ অধ্যাপক বিজিত কুমার ভট্টাচায্য, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব ) দিলীপ কুমার বনিক। এতে আলোচনায় অংশ নেন হবিগঞ্জ প্রেসক্লাব এর সাবেক সভাপতি এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, নজরুল একাডেমীর জেলা শাখার সভাপতি তাহমিনা বেগম গিনি, ফারাহ দিবা আহমেদ, ব্যকস এর সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ, জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মোহাম্মদ আলি মুমিন, সাবেক পৌর কমিশনার হাবিবুর রহমান, নাট্য নির্দেশক মুকিত চৌধুরী, কবি পারভেজ চৌধুরী, শিশু সংগঠক বাদল রয়, সাংবাদিক শোয়েব চৌধুরী, হাফিজুর রহমান নিয়ন, আলমগীর খান সাদেক, শাহ ফকরুজ্জামান, এম এ মজিদ, নাট্য সংগঠক আনিরুদ্ধ কুমার ধর সান্তনু, ব্যবসায়ী নজমুল মুস্তফা সুগীত, নাট্যকার রুমা মোদক, বাপার যুগ্ম সম্পাদক সিদ্দিকি হারুন, প্রভাষক তানসেন আমিন, রোটারিয়ান ডাঃ শেখ আব্দুল্লাহ মোহাম্মদ, রোটার্যা ক্ট ক্লাব এর প্রাক্তন সভাপতি দিবাকার পাল, শখের ছবিয়ালের এডমিন আশরাফুল আজিজ ওয়াফি, আশিস দাশ, মাসুক আহমেদ, সদস্য অন্তু দেব ও জারিন তাসলিম পপি। অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন শখের ছবিয়ালের সদস্য তোফাজ্জল সোহেল।