স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বামৈ থেকে ফরহাদ মিয়া (২২) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে লাখাই থানার একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে মোড়াকড়ি গ্রামের আহাদ মিয়ার পুত্র। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে।