মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জি.এস ও সায়হাম সোয়েটারস্ লিঃ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর শহরে জি.এস ও সায়হাম সোয়েটারস্ লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ সৈয়দ সাজ্জাত আহমদ এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সভাপতি হাজী অলিউল্লাহ, সহ-সভাপতি হাজী মাসুক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর বাবুল হোসেন, লুৎফুর রহমান খাঁন, আব্দুর রহিম দুলাল, সেলিম মিয়া, শাহজাহান চৌধুরী টিটু, কাউন্সিলর আবজাল পাঠান, দুলাল মিয়া, আকবর আলী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির, যুবদল নেতা এমদাদুল হক সুজন, জসিম শিকদার, সোহেল মাহমুদ, শফিকুল ইসলাম, বেনু মিয়াসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপজেলায় প্রায় ৬ হাজার শতিবস্ত্র বিতরণ করেন।