স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ এর মহিলা বিষয়ক সম্পাদক, লহরজপুর শহীদ আব্দুল বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম ছামিরুজ্জামান চৌধুরীর সহধর্মিণী পিয়ারা খাতুন জমাদারে ১ম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে গ্রামের বাড়ি শ্রীমতপুরে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য আনিসুজ্জামান চৌধুরী রতনের মা। মরহুমার পুত্র তার মায়ের রূহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়াসহ মিলাদ মাহফিলে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।