স্টাফ রিপোর্টার ॥ একটি বেসরকারি সংস্থা মোবাইল কোর্ট পরিচয় দিয়ে জেলার বিভিন্ন স্থানে ফার্মেসী ও ডায়াগনষ্টিক সেন্টার থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির পক্ষে শ্যামল মোদক, প্রদীপ কুমার মোদক পিন্টু, আলী হায়দার চৌধুরী বেলাল, আব্দুর রশিদ, ত্রিদেব চৌধুরী বাচ্চুু, পীযুষ চক্রবর্তী, একেএম নাসিম ও হুমায়ুন কবির গত ৩১শে জুলাই জেলা প্রশাসক বরাবরে ঘটনা তদন্তপূর্বক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের দাবী জানিয়ে স্মারকলিপি দিয়েছেন। ঘটনার বিবরণে জানা যায়, গত ২১ ও ২২ জুলাই ঢাকা থেকে আগত ভোক্তা অধিকার সমর্থিত নামে একটি বেসরকারি সংস্থার কয়েক সদস্যের একটি প্রতিনিধি দল মার্কেট মনিটরিংয়ের নামে শায়েস্তাগঞ্জ ষ্টেশন রোড, পুরান বাজার, সুতাং বাজার, মাধবপুরের মনতলা বাজার, জগদিশপুর বাজার, নয়াপাড়া বাজার, শাহপুর বাজারের ঔষধের দোকান ও ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শনে যান। পরিদর্শন টিমে তারা হবিগঞ্জের সেনিটারী ইন্সপেক্টর গৌতম দাশ, মাধবপুরের সেনিটারী ইন্সপেক্টর আব্দুল আলী, শায়েস্তাগঞ্জ থানার এ.এস.আই আতিকুর রহমান সহ কয়েকজন পুলিশ সদস্য এবং মাধবপুর থানারও বেশ কয়েকজন পুলিশ সদস্যকে তাদের সাথে যুক্ত করে। তারা বিভিন্ন ফার্মেসী এবং ডায়াগনস্টিক সেন্টারে ভিডিও ক্যামেরা করে ঔষধ ব্যবসায়ীদেরকে ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার ভয় দেখিয়ে তাদের প্রতিষ্ঠানের কাগজপত্র নিয়ে পৈল রোডস্থ উপজেলা স্বাস্থ্য কার্যালয়ে এসে বিষয়টি মিমাংসার কথা বলে পরিদর্শন টিম তাদের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকা চাঁদাবাজি করে। পরবর্তীতে বিষয়টি জেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির নেতৃবৃন্দের নজরে এলে বিভিন্ন মাধ্যমে খোজখবর নিয়ে জানতে পারেন উক্ত পরিদর্শন টিমে কোন বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট কিংবা কোন প্রশাসনিক/নির্বাহী কর্মকর্তা ছিলেন না এবং তারা ঔষধ ব্যবসায়ীদের কাছ থেকে অন্যায়ভাবে নগদ এবং বিকাশের মাধ্যমে অর্থ গ্রহণ করেছেন। বিষয়টি জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের মাধ্যমে তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার এবং ক্ষতিগ্রস্ত ঔষধ ব্যবসায়ীদের ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানাচ্ছে।