প্রেস বিজ্ঞপ্তি ॥ এনটিভি’র ইউ.কে প্রতিনিধি মো: মইনুল ইসলাম দুলালকে বেস্ট কমিউনিটি ওয়ার্কার সম্মাননা প্রদান করা হয়েছে। লুটন বেডফোর্ডশায়া ইউনিভার্সিটির কার্নিভাল হলে বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে লুটনের জনপ্রিয় সামাজিক সংগঠন বাতিঘর বেস্ট টিভি নিউজ রিপোর্টার হিসেবে ওই সম্মাননা প্রদান করে। তিনি বিভিন্ন কমিউনিটিতে দীর্ঘদিন যাবত লুটন এনটিভি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে প্রবাসী বাঙালীদের ভাবমূর্তি উজ্জল করে আসছেন। মইনুল ইসলাম নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার ব্রিক্সের স্বত্ত্বাধিকারী হাজ্বী মো: সিরাজুল ইসলামের দ্বিতীয় পুত্র। তার বড় ভাই ডাঃ খায়রুল ইসলাম হেলাল ব্রিটেনের লুটন এন্ড ডান্সটেবল ইউনিভার্সিটি হসপিটালে এক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি শাখায় বিশেষ সার্জন হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি সিলেটের প্রথম প্রতিষ্ঠিত আল-আমিন ডেন্টাল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্বরত। তার ছোট বোন ডাঃ শাহনাজ সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিডিএস ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি নবীগঞ্জে মাদার ডেন্টাল কেয়ারে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। মোঃ মইনুল ইসলাম দুলাল সকলের দোয়াপ্রার্থী।