স্টাফ রিপোর্টার ॥ ঝেকে বসেছে শীত। গত দুইদিন ধরে প্রচন্ড শীতের কারণে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেকে কাজকর্মের জন্য কোথাও বের হচ্ছেন না। এদিকে দিনের বেলা আগুন পোহাতে দেখা গেছে অনেককে। এছাড়া পিঠার দোকানেও আগুন পোহাচ্ছেন অনেকে। আবার কেউ কেউ বিভিন্ন শীতের পিঠাও খাচ্ছেন।
গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, থানার মোড় ও আশেপাশে বেশ কয়েকটি পিঠার দোকানে এমন দৃশ্য। আবার কেউ কেউ পুরান কাপড়ের দোকান থেকে সাধ্যমতো কাপড় ক্রয় করছেন।