বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিয়াকত, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন রাহিন, আব্দুর রাজ্জাক, আ.ক.ম. উস্তার মিয়া তালুকদার, শামীম আহমেদ, কামরুজ্জামান বশির, মেডিকেল অফিসার ডাঃ মিজানুর রহমান শাহীন, আনসার ভিডিপি ইন্সট্রাক্টর অসিম কুমার দাস প্রমুখ।