মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বাজারে অভিযান চালিয়ে চারটি খাবারে হোটেলকে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান এ অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রিসহ অনিয়মের অভিযোগে চারটি খাবারের হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাড়ে ১৫ হাজার জরিমানা করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসান জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।