স্টাফ রিপোর্টার ॥ গুনই গ্রামে কৃষকদের নিকট থেকে অতিরিক্ত সেচ ফি নেয়ার প্রতিবাদে সমাবেশ করায় গতকাল প্রতিপক্ষের অতর্কিত হামলায় ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন-সিদ্দিক আহমেদ চৌধুরী (৩৫), ছান্দ আলী (৩৬), লাভলু (২৫), লুদন তালুকদার (৩০)। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
আহতরা জানান, গতকাল দুপুরে গুনই চৌধুরী বাজারে অতিরিক্ত সেচ ফি আদায়কারীরা কৃষক অধিকার বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ কৃষকের উপর হামলা চালায়। পরে বাজারে প্রতিপক্ষের লোকজন ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায়।