স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সামনে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া দালালদের নির্মূল করার জন্য পুলিশ অভিযান করেছে। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালালচক্র হাসপাতালে উৎপাত শুরু করেছে। গ্রাম থেকে আসা মানুষকে কৌশলে প্রাইভেট হাসপাতালে নিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এ ছাড়া হাসপাতালের দুইপাশে সরকারি জায়গা দখল করে অবৈধ দোকানপাট এবং থানার দুইপাশ ও সার্কিট হাউজ এলাকায় গড়ে উঠেছে ভ্রাম্যমান ফলের দোকান। সন্ধ্যার পর থেকেই এসব দোকানে নানা অপরাধীদের অভয়রাণ্যে পরিণত হয়। অনেকেই এখান থেকে বিভিন্ন অপরাধের সূত্রপাত হয় বলে মনে করছেন। যার ফলে থেকে যায় আইন শৃংখলা বাহিনীর ধরাছোয়ার বাইরে। বিষয়টি পুলিশের নজরে এলে গতকাল শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজার নেতৃত্বে পুলিশ দোকানপাট উচ্ছেদ করে ও হাসপাতালে দালাল ধরতে অভিযান শুরু করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দালালরা সটকে পড়ে। তখন পুলিশ দোকানপাট উচ্ছেদ করে এবং কিছু ভ্রাম্যমান দোকান জব্দ করে। ওসি জানান, অভিযান নিয়মিত চলবে। যদি কেউ আবার বসায় তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।