নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু গত মঙ্গলবার বিকালে নবীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান জে,কে মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের ১৯৯৫ ইং ব্যাচের শিক্ষার্থীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় এমপি মুনিম চৌধুরী বাবু ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাচের শিক্ষার্থী ডাঃ নাজিমুল ইসলাম বাবলু, শামীম আহমদ, মোঃ রুবেল মিয়া, উত্তম কুমার পাল হিমেল, জাহাঙ্গীর বখত চৌধুরী, কাঞ্চন বনিক, আব্দুল মজিদ, আশফাক উজ্জামান চৌধুরী, সাইফুর রহমান খাঁন, শুভাশীষ চক্রবর্তী, কামরুল ইসলাম চৌধুরী, তনোজ রায়, সরাজ মিয়া, এলেমান চৌধুরী, পিযুষ পুরকায়াস্থ, লেবু আহমদ জেবু, মইনুর রহমান সিদ্দিকী, ধনঞ্জয় দেবনাথ, সালেহ আহমদ, কাজল মিয়া, আবু তাহের, তোফায়েল আহমদ, কৃপাসিন্ধু সূত্রধর শাহ শোয়েবউজ্জামান, শিব্বির আহমদ সুমন, সমীরন চন্দ্র দে, পিন্টু রায়, রিন্টু দত্ত রায়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্র্টির সাধারন সম্পাদক মাহমুদ চৌধুরী, পৌর কাউন্সিলর মোঃ মিজানুর রহমান, উপজেলা যুব সংহতি সভাপতি মোঃ সরওয়ার শিকদার প্রমুখ।