মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গের মারুফ মিয়া জমাদার জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার একটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক ও আরেকটি ইভেন্টে ৩য় হয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে। মারুফ বানিয়াচং উপজেলা সদরের ক্রিকর মহল্লার ইকবাল জমাদার ও বেনু আক্তারের পুত্র। সে বানিয়াচং চৌধুরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। মারুফ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দীর্ঘলাফে স্বর্ণ পদক ও ১০০মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছে বলে জানিয়েছেন চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক ফজল উল্লা খান। ইতিপূর্বে সে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব দেখাতে সক্ষম হয়েছে বলে তিনি জানান।
এদিকে মারুফের এ অর্জনের পেছনে শিক্ষক ফজল উল্লা খানের অবদান সবচেয়ে বেশি বলে জানিয়েছেন মারুফের পরিবার। ফজল উল্লা খানই তাকে এসব খেলাধূলায় উৎসাহ ও সার্বিক সহযোগিতা দিয়ে এ পর্যায়ে নিয়েছেন বলে তারা জানান। অপর দিকে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার দাবা খেলায় সারা বাংলাদেশের মধ্যে ২য় হয়েছে পুষ্প। পুস্প বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। সে বানিয়াচং উপজেলা সদরের নন্দীপাড়া গ্রামের শিরিনা আক্তার ও আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামের কামাল উদ্দিনের কন্যা।
উল্লেখ্য, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০-২১ এর জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা এবছর অনুষ্ঠিত হয়েছে। ওই প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে বানিয়াচঙ্গের সন্তান পুস্প কৃতিত্ব দেখাতে সম হওয়ায় বানিয়াচংবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পুস্প ও মারুফকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিচ্ছেন।