স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সংবাদপত্র হকার্স সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার প্রতিদিনের বাণীর কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে হকার্স সমিতির প্রধান উপদেষ্টা হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রতিদিনের বাণীর সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, সাবেক সভাপতি এডভোকেট রুহুল হাসান শরীফ, এডভোকেট এসএম বজলুর রহমান, হকার্স সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন খান, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সবুজ, সহ-সভাপতি শাহিন মিয়া, আব্দুন নূর, কোষাধ্যক্ষ আল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক আবজল মিয়া, নাছির উদ্দিন, কাঞ্চন রায়, সজিব, বিসু, বিকাশ, রুমান, ফারুক, লাকেছ, হুমায়ুন, মোস্তফা, অজয় ও রুবেলসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল আজিজ।