প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ২০ দলীয় জোটের নেতা আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিক এর সাথে হ্যান্ড ফর হেলপ নেতবৃন্দ সাক্ষাত করেছেন। সম্পতি তারা জাপা নেতা আতিককের বাস বভনে সাক্ষাতে মিলিত হন। এ সময় জাপা নেতা আতিকুর রহমান আতিক সংগঠনের কার্যক্রমে মুগ্ধ হয়ে আর্থিক সহযোগিতা করেন এবং ভবিষ্যতে তাদের কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক, আবু বকর খাঁন, তুহিন চৌধুরী, মতিউর রহমান, হ্যান্ড ফর হেলপ’র সভাপতি মাইন, মুখলিছ মিয়া, হুসাইন আহমেদ, স্বপন মেম্বার, প্রভাষক রিপন আহমেদ, লাখাই উপজেলা জাপা নেতা নাসির উদ্দিন নাসু, ফারুক মিয়া, বাবুল আহমেদ, আব্দুল কদ্দুছ, শাহরিয়ার হাসান লিটন, সৈয়দ তারেক, মুহিব আল হাসান, ফকির হুমায়ুন কবির প্রমুখ।