সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ গ্রেপ্তার ২ সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা জিকে গউছের ৫৮তম জন্মদিনে জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক পরিচালক পদে পদায়ন পেয়েছেন হবিগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরীর বর্নাঢ্য জীবন সিলেটে লাখাই’র এক যুবকের লাশ উদ্ধার শহরের পরিচিত মুখ মাহফুজ আর নেই থানায় উভয়পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিককে থাপ্পড় দেয়ার ঘটনায় আইনজীবীকে শোকজ চুনারুঘাটে ৩ গরুচোরসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চুনারুঘাটে সিএনজির ধাক্কায় বৃদ্ধা নিহত

জেলা প্রশাসক ও পৌর মেয়রকে পদত্যাগী মেয়র গউছের অভিনন্দন

  • আপডেট টাইম শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ২৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আধুনিক স্টেডিয়ামের পাশ থেকে ময়লা-আবর্জনা অপসারণের কাজ শুরু করায় হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
গতকাল শুক্রবার সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার এই পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন- আমি ২০০৪ সালে হবিগঞ্জ পৌরসভার দায়িত্ব গ্রহনের পর লক্ষ করলাম পূর্বের তুলনায় হবিগঞ্জ টু লাখাই, হবিগঞ্জ টু বানিয়াচং, হবিগঞ্জ টু আজমিরীগঞ্জ, হবিগঞ্জ টু নবীগঞ্জ ও হবিগঞ্জ টু বাহুবল উপজেলার সাথে সড়ক যোগাযোগ স্থাপন উন্নত হওয়ায় হবিগঞ্জ শহরে বসবাসকারী নাগরিককের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। ফলে শহরে গৃহস্থলি কাজে ময়লা-আবর্জনাও বাড়তে থাকে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে হবিগঞ্জ শহরকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে তৎকালিন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সাহেবের সহযোগীতায় ইউজিআইআইপি-১ প্রকল্পের মাধ্যমে ডাম্পিং স্টেশন নির্মাণ ও রিসাইকিনিং স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছিলাম। কিন্তু সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক অভিযোগে সাড়ে ১৯ মাস কারাগারে থাকার কারণে আমার পক্ষে এই কাজ করা সম্ভব হয় নাই।
পরবর্তিতে ২০১৪ সালে তৎকালিন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার মহোদয়ের সহায়তায় হবিগঞ্জ শহর সংলগ্ন আতুকুড়া নামক স্থানে সরকারী ১নং খতিয়ানের ২২০ শতক জায়গা হবিগঞ্জ পৌরসভার নিজস্ব আয় থেকে প্রায় ২০ লাখ টাকা (রেজিষ্ট্রি সহ) দিয়ে ক্রয় করেছিলাম ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য। এরই মধ্যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আবারও একটি মিথ্যা ও কাল্পনিক অভিযোগে আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় দীর্ঘ ২ বছরেরও বেশি সময় আমি কারাগারে থাকার কারণে ডাম্পিং স্টেশন নির্মাণ কাজ থেমে যায়।
আমি কারামুক্ত হয়ে আবারও পৌরসভাকে ঢেলে সাজানোর জন্য নতুন উদ্যমে নিরলস প্রচেষ্টা শুরু করি। বাংলাদেশের ৩২০টি পৌরসভার মধ্যে হবিগঞ্জ পৌরসভাসহ ৩১টি পৌরসভা যোগ্যতার ভিত্তিতে সরকারী দলের কোনো নেতার মৌখিক বা লিখিত সহযোগীতা ছাড়াই ৭৫ কোটি টাকা বরাদ্ধ পাওয়ার সক্ষমতা অর্জন করি। এই বরাদ্ধকৃত ইউজিআইআইপি-৩ প্রকল্পের মাধ্যমে ডাম্পিং স্টেশন ও রিসাইকিনিং স্থাপন করতে ফান্ডের ব্যবস্থা করেছিলাম।
আমি হবিগঞ্জ পৌরসভায় দৃশ্যমান অনেক কাজ পৌরবাসী, পৌর পরিষদ ও কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় সম্পন্ন করেছি। কিন্তু আমার দল রাষ্ট্র ক্ষমতায় না থাকার কারণে ডাম্পিং স্টেশন ও রিসাইকিনিং স্থাপন করতে না পারার অতৃপ্তি নিয়েই আমার দলের সিদ্ধান্তে আমাকে হবিগঞ্জ পৌরসভার মেয়রের পদ থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com