প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলা সদরস্থ হামিদনগর আবাসিক এলাকায় শায়িত সর্বজন শ্রদ্ধেয় ওলী ভ্রাতৃদ্বয় উস্তাদুল উলামা মাওলানা তবরাক আলী (রঃ) ও পীরে কামেল মাওলানা আব্দুল হামিদ (রঃ) এর স্মৃতি বিজড়িত দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাহমুদিয়া হামিদনগর মাদ্রাসা চলতি বছরের বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড, বাংলাদেশ এর ১৪৩৫ হিজরির ৩৭ তম কেন্দ্রীয় পরীক্ষায় দেশের শীর্ষ মাদ্রাসাগুলির মধ্যে সম্মিলিত মেধা তালিকায় বিশেষ স্থান দখল করেছে। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফেজ ফজলুল করিম ফেরদৌছ জানান, এবার বেফাক বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় এ মাদ্রাসা থেকে ১২৫ জন ছাত্র অংশ গ্রহণ করে মুমতাজ (জিপিএ-৫) পেয়েছে ২৩ জন। এর মধ্যে বেফাক বোর্ডে সারা দেশের সম্মিলিত মেধা তালিকায় স্থান পেয়েছে ৯ জন। এরা হলো- আলীয়া ৩য় বর্ষের (একাদশ শ্রেণী) জুনাইদ আহমদ- ২৫ তম, ছাফেলা ৩য় বর্ষের (৭ম শ্রেণী) শরীফ উদ্দিন- ২৬ তম, নজরুল ইসলাম- ৫১ তম, উবাইদুল হক- ৫২ তম, মুহাঃ আরেফীন- ৬৪ তম। ৫ম শ্রেণীর ফয়জুল্লাহ নোমান- ১১ তম, সাজিদুর রহমান- ২২ তম ‘চ’, বুরহান উদ্দিন- ২২ তম ‘ঙ’, আব্দাল হোসাইন- ৩৪ তম স্থান অধিকার করেছে। বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় জিপিএ-৫ (মুমতাজ) প্রাপ্ত ছাত্ররা হলো- ফজিলত (মিশকাত শরীফ) এর জিয়াউর রহমান ও বায়জিদ আহমদ। হিফজ বিভাগের মুবাশ্বির আহমদ ও আব্দুল আজিজ। ছাফেলা ৩য় বর্ষের (৭ম শ্রেণী) মুস্তাকিম বিল্লাহ, অলিউর রহমান, শাহিদুল ইসলাম, আব্দুল কাদির, হাবিবুর রহমান, বজলুল হক ও আশরাফুল ইসলাম। ৫ম শ্রেণীর সালাহ উদ্দিন, আব্দুল কাইয়ূম রায়হান ও আশিকুর রহমান (ফয়ছল)। এদিকে হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় এ মাদ্রাসা থেকে হিফজ বিভাগে ১২ জন ছাত্র অংশ নিয়ে ৩ জন ছাত্র মুমতাজ (জিপিএÑ৫) সহ সকলেই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। হুফ্ফাজে পাশের হার শতভাগ এবং জিপিএ-৫ (মুমতাজ) প্রাপ্ত ছাত্ররা হলো- মুবাশ্বির আহমদ, আব্দুল আজিজ ও হুমায়ূন কবির (রাজু)। এছাড়া কওমী মাদ্রাসা বোর্ড, হবিগঞ্জ এর কেন্দ্রীয় পরীক্ষায় মোট ৮৮ জন ছাত্র অংশ গ্রহণ করে জিপিএ-৫ (মুমতাজ) পেয়েছে ২৬ জন। এদের মধ্যে ছাফেলা ৪র্থ বর্ষের (৮ম শ্রেণী) ১০ জন। এরা হলো- আফজল হোসাইন, নাঈমুল হাসান, সাকিবুল হাসান, মুজাম্মিল হক, ইসমাঈল হোসেন, আব্দুন নুর, মানসুর আহমদ, মাসুম আহমদ, মহিবুর রহমান, জাকারিয়া আহমদ, ছাফেলা ২য় বর্ষের (৬ষ্ঠ শ্রেণী)- ১১ জন। এরা হলো- মাহমুদুল হাসান, এনামুল হক, হাবিবুল্লাহ, মুছলেহ উদ্দিন ওয়াসিম, ফয়ছল আহমদ, ইসমাঈল হোসাইন, তোফায়েল আহমদ, এনামুল ইসলাম, তবারাক আলী, সালমান আহমদ ও ছাদিকুর রহমান। হিফজ (১-৫ পারা) গ্র“পে জিপিএ- ৫ প্রাপ্ত ছাত্র ৫ জন। এরা হলো- সাইফুর রহমান, হোসাইন আহমদ, আহমদ খান, নুর”ল্লাহ (ফয়ছল) ও মাহফুজুর রহমান। মাদ্রাসাটির এ ঈর্ষনীয় সাফল্যে এলাকার ছাত্র-অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। মাদ্রাসার পরিচালক ও শিক্ষক মন্ডলী বলেন, আল্লাহ তায়ালার অশেষ মেহেরবাণী, প্রশিক্ষণ প্রাপ্ত সুদক্ষ উস্তাদ মন্ডলী দ্বারা পাঠদান, কঠোর নিয়মানুবর্তিতা, ছাত্র উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষকগণের দায়িত্বশীলতা, বিশেষ করে মেধা যাচাইয়ে সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক মূল্যায়ণ পরীক্ষা গ্রহণ এবং ফলাফল অভিভাবকদের অবহিতকরণ, দুর্বল ছাত্রদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থাসহ বিভিন্ন শিক্ষা কার্যক্রমের কারণে ভাল ফলাফল অর্জিত হয়েছে। মাদ্রাসার প্রধান পরিচালক জানান, সুদক্ষ ২৮ জন শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত এ মাদ্রাসায় আগামী ৬ আগষ্ট মোতাবেক ৯ শাওয়াল রোজ বুধবার থেকে হিফজুল কোরআন ও নূরানী স্পেশাল বিভাগসহ প্রথম শ্রেণী থেকে মিশকাত শরীফ (স্নাতক ডিগ্রি) পর্যন্ত ছাত্র ভর্তি করা হবে।