স্টাফ রিপোর্টার ॥ শহরের গরুর বাজার এলাকা থেকে হাসেম মিয়া (৩০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে যশেরআব্দা এলাকার হিরা মিয়ার পুত্র। গত বৃহস্পতিবার গভীর রাতে সদর মডেল থানার এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে পুুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে উল্লেখিত ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে। গতকাল শুক্রবার বিকেলে তাকে কোর্টে প্রেরণ করা হয়।