স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শহরতলী মোহন পুর গ্রামে জুবেদা আক্তারের ছেলেকে মারধর করে বাসায় অন্যদেরকে জিম্মি করে বাসা লুটপাট করে একই গ্রামের আঃ সত্তার মিয়ার ছেলে আঃ মতিন ও তার সঙ্গীরা । এ ব্যাপারে জুবেদা আক্তান বাদী হয়ে সদর থানায় মারামারি ও বাসা লোটপাটের নিয়মিত মামলা দায়ের করেন। গতকাল রাত সাড়ে ৮টায় সদর থানার এস আই মিজান অভিযান চালিয়ে বাসষ্টেড এলাকা থেকে প্রধান আসামী হবিগঞ্জ সোনালী ব্যাংকের ড্রাইভার আঃ মতিনকে আটক করে। এস আই মিজান জানান মারধর ও বাসা লুটপাট করায় জুবেদা আক্তার সদর থানায় নিয়মিত মামলার পরিপ্রেেিত থাকে আটক করা হয়।