শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণে গতকাল মঙ্গলবার শুভ উদ্বোধন করেন, আজমিরীগঞ্জ-বানিয়াচং আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ। জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যমান ৩১ শয্যা হতে ৫০ শয্যা হাসপাতালের নতুন ভবন প্রায় ২০ কোটি টাকা ব্যায়ে নির্মান করা হয়। উন্নীতকরণের লক্ষ্যে নব নির্মিত ভবন সমুহের গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি আলোচনাসভা অনুষ্টিত হয়। মেডিকেল অফিসার ডাঃ মার্জিয়া লতিফ, বৃষ্টি ও ডাঃ হুছেনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ-বানিয়াচং আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হোসেন ও কর্মচারীবৃন্দ। প্রধান অতিথি, বিশেষ অতিথি, ও সভাপতি আমন্ত্রিত অতিথিদের নিয়ে ফলক উন্মোচন, শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হক, উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমী, সহকারী কমিশনার (ভূমি) ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান, সজিব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, ১নং আজমিরীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন, মোবারুল, শিবপাশা ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার, বদলপুর ইউপি চেয়ারম্যান সুষেনজিৎ চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।