শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে (কোভিড-১৯) করোনার ৪র্থ-দ্বিতীয় বুস্টার ডোজ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এছাড়াও এ সময় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পার্থ সারথী দাস, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী, বিশিষ্ট সমাজসেবক এম এ কাইয়ুম সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়কে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে ৪ র্থ বুস্টার ভোজের কার্যক্রম শুরু করা হয়।