নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহান বিজয় দিবস উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও সকল অঙ্গ, সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে দলীয় কার্যালয় গোল্ডেন প্লাজায় এ সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ আব্দুল আলীম ইয়াছিনি, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মুক্তাদির চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, শ্রমিক দলের সভাপতি মুর্শেদ আহমদ, আহমদ ঠাকুর রানা, সুন্দর আলী, মনর উদ্দিন, শাহ রুহেল আহমদ, আবুল কালাম মিঠু, মদন মোহন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম আলাল, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক রশিদুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ চৌধুরী প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় শেখ সুজাত মিয়া বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ধ্বংস করছে শেখ হাসিনা সরকার, আগামীদিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সারাদেশে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবীতে ও অবৈধ শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে সর্বস্তরের জনসাধারণকে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণের আহবান জানান তিনি।