স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিভিন্ন আবাসিক হোটেল ও ফ্লাট বাসাতে দেহ ব্যবসা নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়েছে পুলিশ।
পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশে ডিবি পুলিশের ওসি সফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শহরের গার্নিং পার্ক এলাকায় অভিযান চালিয়ে মিনি পতিতালয়ের সন্ধান পায়। গতকাল মঙ্গলবার সকালে ওই এলাকার জনৈক জাকির হোসেনের বাসা থেকে অভিযান চালিয়ে ৫ কলগার্লসহ ৩ খদ্দরকে আটক করা হয়। অভিযান টের পেয়ে অন্যান্য খদ্দররা পালিয়ে যায়। আটকরা হল, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কাটাবিল গ্রামের মৃত ছমেদ মিয়ার পুত্র খদ্দর শাকিল (২৫), একই গ্রামের আলফু মিয়ার পুত্র আরমান মিয়া (২৫), শহরের আনোয়ারপুর এলাকার আক্কাছ আলীর পুত্র বদরুল আলী (২৫), কলগার্ল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কাটাবিল গ্রামের বর্তমানে হবিগঞ্জ শহরের রামপুর এলাকার বাসিন্দা শাকিল মিয়ার স্ত্রী নিপা আক্তার (২০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার নাটাই গ্রামের হাবিব মিয়ার কন্যা সাথী আক্তার (২২), চম্পক নগর গ্রামের ইউনুছ আলীর কন্যা তাসপিয়া আক্তার আখি (২৫), জমসেদ ভূইয়ার কন্যা রুনা (২২), চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের মৃত আব্দুল মতলিবের কন্যা সেজিয়া আক্তার (২৫)।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গতকালই তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।