স্টাফ রিপোর্টার ॥ সারাজীবন নিজের ছেলে-মেয়েদের জন্য পরিশ্রম করার পর শেষ বয়সে এসে অনেক মানুষ নিজের জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েন। সেইসব মানুষের কথা চিন্তা করে ৬০ বছর বয়সের বেশি সকল মানুষকে পেনশন ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি তাঁর অনন্য উদ্যোগ।
গতকাল দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট সোনার বাংলা একাডেমী ও হাইস্কুলের এক যুগপূর্তি এবং নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
তিনি আরও বলেন, মা-বাবা বৃদ্ধ হয়ে গেলে অনেক সন্তান তাঁদের দেখাশোনা করে না। অবহেলিত সে সকল মা বাবার মুখের খাবার নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁদেরকে বছরজুড়ে বয়স্কভাতা দেওয়া হচ্ছে। স্বামী নিগৃহীতা ও বিধবা নারীরা মাসে মাসে ভাতা পাচ্ছেন আওয়ামী লীগ সরকারের কারণে।
তিনি হবিগঞ্জে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাক্ষেত্রসহ সকল পর্যায়ে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসী হাত তুলে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানান এবং নৌকায় ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বুলবুল খান, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হক কামাল, শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য আব্দুল আজিজ প্রমুখ। সভাপতিত্ব করেন আব্দুস শহীদ।