স্টাফ রিপোর্টার ॥ গ্রেফতারকৃত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল করির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সহ গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি, ৭ডিসেম্বর কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের গুলিতে মকবুল হোসেনকে হত্যা, মিথ্যা গায়েবী মামলা, হামলা, সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্দ্যোগে হবিগঞ্জ শহরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মুসলিম কোয়ার্টার পয়েন্টে সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপি’র সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম, জেলা বিএনপি সদস্য এডভোকেট মোঃ আব্দুল হাই, জেলা বিএনপি সদস্য ও পৌর বিএনপি যুগ্ম আহবায়ক সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, জেলা আইনজীবি ফোরাম নেতা এডভোকেট মুজিবুর রহমান, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক ও ওলামাদল সভাপতি ক্বারি কবির হোসেন, সাধারন সম্পাদক কাশেম বিল্লাহ নোমান, জেলা তাঁতীদল সাধারণ সম্পাদক শফি কাইয়ুম, বাহুবল উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আব্দুর রকিব, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ টেনু মিয়া, জেলা তাঁতীদল সিনিয়র সহ-সভাপতি খোকন শাহী ধনু, জেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরব আলী, জেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, স্বেচ্ছাসেবকদল নেতা রকিবুল হাসান নওশাদ, দুলাল মিয়া, গোপায়া ইউনিয়ন বিএনপি নির্বাচিত সভাপতি হাফিজুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি আফজালুর রহমান আব্দাল, সাধারন সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর কামরুজ্জামান রুবেল, জেলা ওলামাদল সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান, জেলা তাঁতীদল সাংগঠনিক সম্পাদক একেএম রাজিব, জেলা স্বেচ্ছাসেবকদল সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ, সুমন মিয়া, বিএনপি নেতা তাজ উদ্দিন আহমেদ সোহেল আহমেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব শেখ সোহেল, উজ্জল আহমেদ, জেলা ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল, পলিটেকনিক ছাত্রদল আহবায়ক মোঃ ইমন মিয়া, পৌর বিএনপি সদস্য নুরুজ্জামান পলাশ, জিয়াউল হক ফয়সল, শেখ রাসেল, সেলিম মিয়া, শহ্ আলম ইমরান, জয়নাল আবেদীন, সুকুর আলী, সফিক মিয়া, নাজমুল আলম পারভেজ, প্রমূখ।
উক্ত সমাবেশে এডভোকেট মোঃ এনামুল হক সেলিম বিএনপি মহাসচিবসহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবী করে বলেন, বিএনপি’র চলমান রাজনৈতিক সকল কার্যক্রম স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার, দেশের হারানো গনতন্ত্র পুনরুদ্ধার মাধ্যমে জনগণের টাকা পাচারকারী, ঘুসখোর, সুদকারবারী সহ দেশের সকল পর্যায়ের লুটেরা দূর্বৃত্তদের প্রতিহত করে জনগনের সরকার প্রতিষ্ঠিত করাই বিএনপি’র আন্দোলন সংগ্রামের মূল লক্ষ্য।