স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। আওয়ামীলীগ যতবার ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় নিয়ে আসতে হবে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের কাউরিয়াকান্দিতে হযরত শাহজালাল (রহঃ) উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ ভবনের উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, জেলা আওয়ামীলীগ নেতা তজম্মুল হক চৌধুরী, ইউপি চেয়ারম্যান হাফেজ শামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোক রানা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মন্দরী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ হাবিবুল হক, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবুল চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তোফাজ্জল তালুকদার, যুবলীগ নেতা আবুল কালাম, ইউপি সদস্য চন্দ্র কুমার, ছাত্রলীগ নেতা লিটন তালুকদার প্রমূখ। উল্লেখ্য, শিক্ষ প্রকৌশল অধিদপ্তর হবিগঞ্জন এ প্রকল্পটি প্রায় ৩ কোটি ব্যয়ে বাস্তবায়ন করে। অনুষ্ঠানে শেষে আব্দুল আউয়াল মেম্বারের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে হবিগঞ্জের শিল্লীরা গান পরিবেশন করেন।