প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি (রেজি: নং- সিল ৯৪৬/০৪) এর মাধবপুর উজেলার ১নং ধর্মঘর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির মাধবপুর উপজেলা শাখার সভাপতি জামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেব এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ শাহ মনসুর আলী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শাখার সহ-সভাপতি আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রেদুয়ানুল হক, অর্থ সম্পাদক অশোক আচার্য্য। পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আলমগীর হোসেনকে সভাপতি, মোঃ ফরাস উদ্দিন, মোঃ ইশরারক চৌধুরীকে সহ-সভাপতি, মোঃ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক, মোঃ শাহরিয়ার আহম্মেদ টিপু, মোঃ নাঈম চৌধুরী জিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক, সুমন দাশকেকে সাংগঠনিক সম্পাদক, বিশ্বজিত ভৌমিককে কোষাধ্যক্ষ, ইলিয়াছ মিয়া সুমনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, শহীদুল ইসলামকে দপ্তর সম্পাদক, হারুন অর রশিককে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং আব্দুল্লাহ আল নোমাম, মোঃ নাহিদ চৌধুরী, জুয়েল আহমেদ, তাজুল ইসলামকে কে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শাহ মনসুর আলী বলেন, অসহায় মানুসের সেবা দেয়ার পাশাপাশি, পল্লী ডাক্তারগণ নির্যাতিত-নিপিড়িত মানুষের পাশে থেকে কাজ করার অনুরোর করেন এবং রিপেসার্স ট্রেনিংয়ের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, সারা বাংলাদেশে ১০ লাখ পল্লী ডাক্তারগণের অধিকার আদায়ের জন্য আজীবন কাজ করে যাবেন। এছাড়াও তিনি হবিগঞ্জের প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটি গঠন করার জন্য জেলা কমিটিকে নিদের্শ প্রদান করেন।