স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশ চলছে, আগামীতেও চলবে। আগামী নির্বাচনে মানুুষ ভোট দিয়ে আওয়ামী লীগকেই নির্বাচিত করবে।’ মহান বিজয় দিবস উপলক্ষে তিনি গতকাল বিকেলে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বিজয় র্যালি পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। হবিগঞ্জ পৌরসভা মাঠে এ সভার আয়োজন করা হয়।
এতে এমপি আবু জাহির আরও বলেন, ‘বিএনপি ভাওতাবাজি করছে। তারা মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছে। লন্ডনে বসে তাদের মদদ দিচ্ছে তারেক জিয়া।’ তিনি বলেন, ‘বিএনপি একটি নালিশ পার্টি, এ পার্টির নেতাকর্মীরা জনবিচ্ছিন্ন হয়ে পাগলের মতো আচরণ করছে। তারা দেশে নাশকতা সৃষ্টির পায়তারায় লিপ্ত, এ বিষয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।’
বিকেলে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে জেলা শহর প্রদক্ষিণ করে। এতে বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী র্যালির অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন।
র্যালি ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. আসিত রঞ্জন দাশ, অ্যাডভোকেট আফীল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম ও অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আরব আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস শহিদ, রোকন উদ্দিন তালুকদার, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, অ্যাডভোকেট চৌধুরী আবু বকর সিদ্দিকী, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক গৌতম কুমার রায়, জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজা, স্বেচ্ছাসবেক লীগের সভাপতি অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল, যুবলীগ নেতা শফিকুজ্জামান হিরাজ, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, মঈন উদ্দিন চৌধুরী সুমন, বিপ্লব রায় চৌধুরী, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন।