প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের অবস্থিত তিনশত ষাট আউলিয়া স্মৃতিপরিষদ পরিচালিত হযরত শাহজালাল লতিফিয়া আইডিয়াল ক্যাডেট মাদরাসার ২০২২ইং সালের দাখিল পরীক্ষায় শতভাগ সফলতা অর্জন করেছে। বিগত বছরগুলোর ন্যায় এ বছর ও প্রতিষ্ঠানটি সিলেট বিভাগের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ফলাফল অর্জন করেছে। এ বছর দাখিল পরিক্ষায় ১৫ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে ৭ জন এচঅ ৫ (অ+) এবং ৮ জন অ গ্রেডে উত্তীর্ণ হয়ে শতভাগ পাশের হারের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানটি লেখা-পড়ার পাশাপাশি আমল-আখলাক ও সুন্নতে নববির অনুসরণের মাধ্যমে তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। উল্লেখ্য যে, প্রতি বছরই ৬ থেকে ৭ টি এচঅ ৫ পেয়ে সফলতা অর্জন করে যাচ্ছে। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মুফতি মুজিবুর রহমান এ প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, অভিভাবক ,শুভানুধ্যায়ী ও মাদরাসার সদস্যগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং প্রকৃত আলেম হিসেবে গড়ে তুলতে ছাত্রদের এই প্রতিষ্ঠানে ভর্তির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানে ফজরের পরে সুরা ইয়াসিন তিলাওয়াত, মক্তব ও হাতের লেখা, যুহরের পর খতমে খাজেগান, বাদ আসর খেলাধুলা, বাদ মাগরিব আওয়াবিন নামাজ ও সুরা ওয়াকিয়া তিলাওয়াত এবং বাদ এশা সুরা মুলক তিলাওয়াত দুরুদ-ইস্তিগফার এবং রাত ১১ টা পর্যন্ত আরবি-ইংলিশ বেসিক কোর্স করানো হয়, যার ফলে ইলিম-আমলের সম্বয়ে ছাত্ররা যোগ্য আলেম হিসেবে গড়ে উঠে। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির দায়িত্বশীলগণ প্রতিষ্ঠানটিতে বৃত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান। সার্বিক যোগাযোগ: ০১৮১৫০২১৪১৭/০১৩১৮৫৩৭০৬০।