শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক লাখাই উপজেলার কাঠিহারা মেলা থেকে সরঞ্জামসহ ৪ জুয়ারী আটক বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শতবর্ষ উদযাপন ২২ ফেব্রুয়ারী ॥ জেলা প্রশাসকের সাথে শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

জুমার খুৎবায় মোস্তাফিজুর রহমান আজহারী ॥ সন্তান ও সম্পদের হক আদায় করতে হবে

  • আপডেট টাইম রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৪৪ বা পড়া হয়েছে

এম এ মজিদ ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মোস্তাফিজুর রহমান আজহারী বলেছেন- সন্তান ও সম্পদ আল্লাহর অশেষ নেয়ামত। আবার সন্তান ও সম্পদ ক্ষতির কারণও। প্রত্যেকে তার নিজের সম্পর্কে জবাবদিহী করতে হবে। এর বাহিরে অধিনস্থদের সম্পর্কেও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। স্ত্রী, সন্তান এবং সম্পদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা শুধু পিতা মাতার প্রতি সন্তানের হক বিষয়ে কথা বলতে পছন্দ করি। সন্তানের প্রতি পিতা মাতার হক কি তা জানি না, জানতেও চাই না। আপনি সন্তানকে সুশিক্ষা দিলেন না, তার কাছ থেকে আপনি ভাল কিছু আশা করতে পারেন না। আপনার সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, কেন সে রাত বিরাতে বাহিরে থাকে, এর কোনো খোজ খবর নিলেন না, তাকে সু পথে আনার চেষ্টাও করলেন না, বড়দেরকে শ্রদ্ধা করতে শেখালেন না, সালাম কালাম শেখালেন না, সেই অভদ্র অবাধ্য সন্তানের জন্য পিতা মাতাই দায়ী। চেষ্টা করার পর ব্যর্থ হলে এর দায় আপনার উপরে এসে পড়বে না। মোস্তাফিজুর রহমান আজহারী বলেন- বাসার ভেতরে কোরআন হাদিসের চর্চা নেই, ইসলাম সম্পর্কে আলোচনা নেই, নবী রাসুল (সাঃ) সম্পর্কে আলোচনা নেই, ওই বাসার সন্তান ইসলাম শিখবে কিভাবে। আগেকার জামানায় আলেম ওলামা দেখলে মহিলারা শ্রদ্ধা ও ভয়ে রাস্তার এক কোনো দাড়িয়ে থাকতো, এখন এর চরম বিপরীত চিত্র। বাচ্চারা আলেম ওলামাদেরকে সালামও দেয় না। এসব হচ্ছে পরিবারের শিক্ষার অভাব। অভিভাবকদের পর্যাপ্ত নজরদারীর অভাবে, সুশিক্ষা প্রদানের অভাবে, ইসলাম থেকে দুরে সরে যাওয়ার কারণে আমরা একটি অসভ্য জাতির দিকে অগ্রসর হচ্ছি। আপনার সন্তানকে আধুনিকতা শেখান, ইসলামটাও সাথে রাখেন, আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ান, বাংলা ভাষাকে অবজ্ঞা করতে শেখাবেন না। আপনার সন্তান বড় অফিসার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, বিসিএস ক্যাডার হয়ে গেছে, যদি তার কাছে ইসলাম না থাকে, আদব কায়দা না থাকে, তাহলে তাকে নিয়ে গর্ব করার কিছুই নেই। অনেক ডিসি এসপির বিরুদ্ধে যখন আমরা নৈতিক স্খলন জনিত অপরাধের কথা শুনি তখন একটি কথাই সামনে আসে তাদের জীবনের সাথে ইসলাম ছিল না, আল্লাহ রাসুলের ভয়ভীতি ছিল না। এমন সন্তান গড়ে তুলবেন না যে সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। ৩৯ মিনিটের খুৎবায় তিনি সকলকে সন্তান ও সম্পদের হক আদায়ের আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com