স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরের দোকানটুলা বাইতুস সালাম জামে মসজিদের কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত দোকানটুলা মহল্লার নূর আলীর ছেলে ফয়েজ আলীকে (৩৮) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলেন- মোঃ রাসেল মিয়া (৩০), মোনায়েম (২০), সোহেল মিয়া (৪০) ও মুছা মিয়া (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানটুলা মহল্লার সর্দার আলী আহাম্মদ এবং একই এলাকার মুছা মিয়া ও সোহেল মিয়ার লোকজনের মধ্যে মসজিদের কমিটি নিয়ে দ্বন্দ্ব চলছিল। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর এক পক্ষের লোকজন অন্যপক্ষকে মসজিদ থেকে বের হয়ে যেতে বলেন। এনিয়ে দু’পক্ষে বাগবিতন্ডা থেকে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে অন্তত ৫ ব্যক্তি আহত হন।