নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা গত বৃহস্পতিবার সন্ধায় প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরীর পরিচালনায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি এটিএম সালাম, সহ-সভাপতি এম এ মোহিত, কোষাধ্যক্ষ মোজাহিদ চৌধুরী, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, নির্বাহী সদস্য সলিল বরন দাশ, সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, হাবিবুর রহমান চৌধুরী শামীম, মোঃ মুজিবুর রহমান, ছনি চৌধুরী, তোফাজ্জল ইসলাম, মুহিবুর রহমান, জাকির হোসেন চৌধুরী, নুরুজ্জামান ফারুকী, শাহ মিজানুর রহমান, ছাদিকুল ইসলাম প্রমূখ। সভায় প্রেসক্লাবের উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।