বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শ্রেষ্ট জয়িতা নির্বাচিত হয়েছেন সাতকাপন আউলিয়া-নূর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা খাতুন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর এ সম্মাননা প্রদান করেন। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম, উপজেলা প্রকৌশলী রকিবুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূরুল হক, বাহুবল মডেল প্রেসক্লাব সহ-সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ ও উপজেলা শ্রমিকলীগ সভাপতি শামীনুর রহমান প্রমুখ।
সভা শেষে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারীসহ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত জয়িতাদের হাতে পদক ও সনদপত্র তোলে দেওয়া হয়।