মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা প্রাঙ্গণে জাতীয় সংঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবসে কার্যক্রম শুরু হয়।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাধবপুর উপজেলার দূর্নীতি প্রতিরোধ কমিটির নির্বাহী সদস্য কায়সার আহম্মেদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, জিবন কৃষ্ণ বণিক, আব্দুল কুদ্দুস, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, মিজানুর রহমান, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, জনস্বাস্থ্য কর্মকর্তা হুমায়ুন মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, রোখসানা পারভীন, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, জয়িতা রোকেয়া বেগম, আসমা বেগম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা দূর্নীতি প্রতিরোধে যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।