স্টাফ রিপোর্টার ॥ বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল ৯ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় প্রীতিলতা ব্রিগেড হবিগঞ্জ এর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় সংসদের সদস্য প্রণব কুমার দেব, ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সাবেক নেতা এবং হবিগঞ্জ উদীচীর সভাপতি বন্ধুমঙ্গল রায়, ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সাবেক আহবায়ক সামরিনা নওরিন দিনা। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক নিপু ভৌমিক, সহকারী সাধারণ সম্পাদক আনাস মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক ইমদাদ মোহাম্মদ প্রমুখ।
উক্ত কর্মীসভায় স্বর্ণা রায়কে সমন্বয়ক করে ১১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা কমিটি গঠন করে প্রীতিলতা ব্রিগেড।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, নিপু সরকার, তাসনীম মির্জা, প্রীতিকনা সূত্রধর, প্রতীতি দাস প্রাপ্তি, নিবেদিতা রায়, শ্রাবন্তি কৈরি, জান্নাতুল ফেরদৌস প্রিয়া, ফারজানা সরকার, কেয়া রাজগড়, নিশাত শাম্মি।