স্টাফ রিপোর্টার ॥ ‘রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবীতে জিনিসপত্রের দাম বেড়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অতিরিক্ত ভর্তুকি দিয়ে দাম কমিয়ে রাখার চেষ্টা করছেন। আন্তর্জাতিক বাজারে গ্যাস, তেলা, কয়লার দাম বেড়েছে। ফলে আমাদের দেশেও বিদ্যুতের জন্য কষ্ট হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নানা উদ্যোগের কারণে আগামী বছর লোডশেডিংয়ে আপনাদেরকে কোন কষ্ট করতে হবে না।’ হবিগঞ্জ শহরের কোর্ট ষ্টেশন রোড পুননির্মাণ উদ্বোধনকালে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এসব কথা বলেন। তিনি বলেন, ‘ব্যাংকে টাকা নেই বলে বিএনপি গুজব ছড়াচ্ছে। বিএনপির ছড়ানো গুজবে কান দেবেন না। ব্যাংকে পর্যাপ্ত টাকা রয়েছে।’ এমপি বলেন, ‘আমরা বলেছিলাম আতাউর রহমান সেলিমকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করলে পৌরসভার উন্নয়নের দায়িত্ব আমরা নেবো। আমরা কোর্ট ষ্টেশন রাস্তা করেছি যা আপনাদের চোখের সামনে। এছাড়াও প্রধান সড়ক উন্নয়ন করা হয়েছে। পর্যায়ক্রমে আমরা রাস্তা ড্রেনসহ আরো উন্নয়ন কাজ বাস্তবায়ন করবো।’ হবিগঞ্জ শহরের পুনঃনির্মিত কোর্টষ্টেশন রোড উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। বৃহস্পতিবার বিকেলে বেবীষ্ট্যান্ড মোড়ে পুনঃনির্মিত ওই রাস্তার ফলক উন্মোচন করা হয়। উদ্বোধন শেষে সন্ধ্যায় বেবী ষ্ট্যান্ডে ৮ নং ওয়ার্ডবাসীর আয়োজনে এক আলোচনা সভা ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি। আলোচনা সভা ও সুধি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি মোঃ ফজলুর রহমান চৌধুরী, এডভোকেট নুরুজ্জামান, এডভোকেট রনজিত কুমার, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র সভাপতি মশিউর রহমান শামীম, এডভোকেট সুলতান মাহমুদ ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর রহমান। পৌরসভার কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, আলাউদ্দিন কুদ্দুছ, পান্না কুমার শীল, প্রিয়াংকা সরকার ও শেখ সুমা জামান। এছাড়াও ৮নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ ওই সমাবেশে উপস্থিত ছিলেন।