স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নেতাকর্মী গ্রেফতার ও পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে তল্লাশীর প্রতিবাদে সারাদেশের ন্যায় হবিগঞ্জে বিক্ষোভ মিছিল এড়াতে শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এদিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবদল নেতা বশির আহমেদ জুম্মন ও জাহিদুল ইসলাম সাগরকে আটক করেছে পুলিশ। এ ছাড়াও অন্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শায়েস্তানগর, নিউ মুসলিম কোয়ার্টার, রাজনগর, চৌধুরী বাজার, বেবিষ্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয় এবং সন্দেহজনক লোকজনকে তল্লাশী করতে দেখা যায়। পুলিশের অনুমতি ছাড়া মিছিল করতে চাইলে সদর থানা পুলিশ উল্লেখিত দুইজনকে আটক করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের জানমালের নিরাপত্তার লক্ষে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা প্রতিদিনই শহরে টহল দিবে।